বার্সার সেরা ফুটবলারের তালিকায় মেসিকে দুইয়ে রাখলেন ভক্তরা, শীর্ষে কে?

0

লোকসমাজ ডেস্ক॥ কাতালান ক্লাব বার্সেলোনার ইতিহাসসেরা ৩০ ফুটবলার বাছাই করলেন ভক্তরা। অনলাইন ভোটাভুটি সাইট র‌্যাংকারের মাধ্যমে হয়েছে এই বাছাই। তবে বার্সার সর্বকালের সেরা গোলদাতা হয়েও তালিকায় শীর্ষে জায়গা করে নিতে পারেননি লিওনেল মেসি। ভক্তরা ১ নম্বর স্থানের জন্য যোগ্য মনে করেছে তারই স্বদেশি দিয়েগো ম্যারাডোনাকে।
১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বার্সেলোনায় কাটান বিশ্বকাপজয়ী ম্যারাডোনা। দুই মৌসুম মিলিয়ে মাত্র ৫৮ ম্যাচ খেলেন তিনি। গোল করেন ৩৮টি। অন্যদিকে ২০০৪ সালে বার্সার ‍মূলদলে অভিষেকের পর এখন পর্যন্ত ৭১৮ ম্যাচে ৬২৭ গোল করেছেন মেসি। এরপরও ভক্তরা তাকে দুইয়েই রাখলো। ম্যারাডোনা, মেসির পর তিনে আছেন ম্যাজিশিয়ান রোনালদিনহো। চারে ইয়োহান ক্রুইফ। পাঁচে আন্দ্রেস ইনিয়েস্তা। ইয়োহান ক্রুইফকে রোনালদিনহোর পেছনে রাখা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নিঃসন্দেহে বার্সাকে বদলে দেয়ার কারিগর তিনি। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও কাতালান ক্লাবটিকে অনেক কিছু দিয়েছেন প্রয়াত এই ডাচ কিংবদন্তি। তাছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা অন্তত রোনালদিনহোর আগে থাকতে পারতেন। পরিসংখ্যান, রেকর্ড সবকিছু বিবেচনায় ব্রাজিলিয়ান তারকার চেয়ে অনেক এগিয়ে এই স্প্যানিয়ার্ড। ৪০ ও ৫০’র দশকে বার্সার সেরা প্লেয়ার সিজার রদ্রিগেজ, ব্রাজিলের রিভালদো ও নেইমার ছিটকে গেছেন সেরা দশের বাইরে। র‌্যাংকারের ভোটাভুটিতে বার্সার সেরা ২০ ফুটবলার: দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, রোনালদিনহো, ইয়োহান ক্রুইফ, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, কার্লোস পুয়োল, রোনাল্ডো, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজ, নেইমার, দানি আলভেস, সার্জিও বুসকেটস, স্যামুয়েল ইতো, রিভালদো, ডেভিড ভিয়া, রোনাল্ড কোম্যান, রোমারিও, রিস্টো স্টোইচকভ, ভিক্টর ভালদেজ।