কালীগঞ্জে ব্যবসা বদলে জীবিকার তাগিদে মাক্সের দোকান

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ)॥করোনা সতর্কতায় পুর্বের তুলনায় মাক্স ব্যাবহার ও চাহিদা বেড়েছে দ্বিগুন। এ কারনে মাক্স বিক্রি বেড়েছে,পৌর শহরের মোড়ে মোড়ে পরশা বসিয়ে দিয়েছে অনেকেই মাক্সের দোকান। ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সামাজিক যোগাযোগ এড়াতে জনসমাগম এড়িয়ে চলতে গত ২৬মার্চ থেকে শুরূ হওয়া নানামুখি তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী,থানা পুলিশসহ আইন প্রয়োগকারি সংস্থার লোকেরা। এ অবস্থায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পৌর শহরের মধূগঞ্জ বাজার, নিমতলা বাজার,,কালীবাড়ী মোড়,হাসপাতাল সড়ক, বিভিন্ন মোড়ে মোড়ে জীবন-জীবিকার তাগিদে ব্যাবসা বদলে মাক্স এর দোকান দিয়ে বসেছেন অনেক ব্যাবসায়ীরা।
কালীগঞ্জ শহর ঘুরে দেখা যায় করোনা প্রাদুর্ভাবে সতর্কতা হিসাবে দোকানপাট বন্ধ রয়েছে । যাত্রী পরিবহন যানবাহনসহ জন চলাচল নিরুৎসাহিত করতে রাস্তায় রাস্তায় অভিযান চালাচ্ছেন প্রশাসন। এতে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন অতি প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে ঘুরে বেড়ানো মানুষেরা। টহল দেওয়ার পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে হ্যান্ড মাইকে প্রচারনা চালাচ্ছেন সেনা সদস্যরা। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচা-কেনা যেমন ঔষধের দোকান, খাবারের দোকান, কাচাঁবাজার, মুদিখানা ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। এ কারনে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকান বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে অনেকে। সে কারনে তাদের অনেকেই ব্যাবসা বদলে জীবিকার তাগিদে মোড়ে মোড়ে মাক্সের দোকান দিয়ে বসেছেন।
কালীগঞ্জ হাসপাতাল সড়কের মারিয়া স্টোর এর সত্বাধিকারী মারিক মেহিদী , মুদি ব্যাবসায়ী মিজানুর রহমান ছাতা ব্যাবসায়ী এনামুলসহ আরো অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে দোকানের সামনে মাকস,টিস্যু,সাবান, হ্যান্ডওয়াস বিক্রয় করছেন। ব্যাবসায়ী মারিক বলেন,বর্তমান সময়ে কোরোনা সক্রমন থেকে নিজেকে রক্ষা করতে বেড়েছে মাক্সের ব্যাপক চাহিদা। তাই তাদের পুর্বের মুল ব্যাবসা বন্ধ থাকায় তারা মাক্সের দোকান দিয়েছেন। এ ব্যাপারে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্নসম্পাদক মোঃ সদরউদ্দীন বলেন, দোকানপাঠ বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিদিন মাক্স বিক্রি করে কিছু আয় হচ্ছে তা দিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা।