লোহাগড়ায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ

0

শিমুল হাসান, লোহাগড়া(নড়াইল)॥ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সহযোগীতা করা ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে নানা সহযোগীতা দিয়েছে । রবিবার(২৯ মার্চ) দুপুরে চাউল, মাস্ক, সাবান ও নগদ টাকা বিতরণ করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লোহাগড়া উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার থেকে সমগ্র উপজেলার ওষুধের দোকান, কাঁচা বাজার, জরুরী সেবা বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এক্ষেত্রে বিপাকে পড়ে যান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটেখাওয়া মানুষ। যাদের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যায়। অসহায় হয়ে পড়েন তারা। সরকারি ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সহ অন্যরা তাদের কাজ কর্ম বন্ধ রেখেছে। তাই তাদেরকে মাথা প্রতি ১শ টাকা, ১০কেজি চাউল, ১টি সাবান ও ১টি মাস্ক বিনামূলে প্রদান করা হয়েছে। চায়ের দোকানদার, নরসুন্দর, হরিজন, কুলি, হৃতদরিদ্র-দিনমজুর শ্রেণির মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়। বিতরণকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, ইউএনও মুকুল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম এ করীম জানান, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এ জন্যে ৫৫ মেট্রিকটন চাউল ও নগদ দেড় লাখ টাকা বরাদ্দ দিয়েছে।