সুন্দরবনে বন্যপ্রাণির দেহাবশেষ উদ্ধার, আটক ১

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে ৭টি বন্যপ্রাণির চামড়াসহ ৫৪টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গাবুরা ইউনিয়নের ৯নম্বর সোরা গ্রামের গহর খাঁর ছেলে আমজাদ খার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। থানা পুলিশ ও বনবিভাগ এই যৌথ অভিযান চালায়। রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সাতীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে আমজাদ খাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এমএ হাসান বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমজাদ খাঁর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭টি বন্যপ্রাণির চামড়াসহ ৫৪টি দেহাবশেষ উদ্ধার করা হয়। তবে সেগুলো কোন বন্যপ্রাণির তা শনাক্ত করা সম্ভব হয়নি। আটক আমজাদ খাঁকে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’