যুক্তরাষ্ট্রে উত্তোলন ১৭ শতাংশ কমতে পারে

0

লোকসমাজ ডেস্ক॥ কয়লা উত্তোলনের বৈশ্বিক দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় শীর্ষ। তবে গত কয়েক বছর দেশটির কয়লা উত্তোলন খাতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মূলত দেশটিতে জ্বালানি পণ্যটির অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এক্ষেত্রে মূল প্রভাবক হিসেবে কাজ করছে। এ ধারা চলতি বছরেও অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সালে দেশটিতে কয়লার উত্তোলন আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ কমতে পারে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।
ইআইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে দৈনিক গড়ে ৫৭ কোটি ৪০ লাখ শর্ট টনের মতো কয়লা উত্তোলন হতে পারে। ২০১৯ সালে দেশটিতে মোট ৬৯ কোটি শর্ট টন কয়লা উত্তোলন হয়েছিল। সে হিসাবে আগের বছরের তুলনায় এবার দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমতে পারে ১১ কোটি ৬০ লাখ শর্ট টন বা ১৬ দশমিক ৯ শতাংশ।
তবে চলতি বছর যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন কমলেও পরের বছর ঘুরে দাঁড়াতে পারে খাতটি। ইআইএর সর্বশেষ শর্ট টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে দেশটিতে ৫৮ কোটি ১০ লাখ শর্ট টন কয়লা উত্তোলন হতে পারে।
একই পরিস্থিতি বজায় থাকতে পারে দেশটি থেকে পণ্যটির রফতানি খাতেও। চলতি বছর হ্রাসের পর আগামী বছর দেশটি থেকে ফের পণ্যটির রফতানি বাড়তে পারে। তথ্যমতে, ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে ৭ কোটি ৮১ লাখ শর্ট টন কয়লা রফতানি হতে পারে। ২০১৯ সালে দেশটি থেকে পণ্যটি রফতানির পরিমাণ ছিল ৯ কোটি ২৪ লাখ শর্ট টন। সে হিসাবে এবার যুক্তরাষ্ট্রে থেকে পণ্যটির রফতানি ১ কোটি ৪৩ লাখ শর্ট টন কমতে পারে। তবে আগামী বছর জ্বালানি পণ্যটির রফতানি কিছুটা বেড়ে ৮ কোটি ২৮ লাখ টনে উন্নীত হতে পারে।
তবে আগামী দুই বছরই যুক্তরাষ্ট্রে কয়লার অভ্যন্তরীণ চাহিদা কমতির দিকে থাকবে বলে পূর্বাভাস করেছে ইআইএ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালে আগের বছরের তুলনায় দেশটিতে জ্বালানি পণ্যটির চাহিদা ৬ দশমিক ১ শতাংশ কমতে পারে। ২০২১ সালে চলতি বছরের তুলনায় পণ্যটির চাহিদা আরো দশমিক ৫ শতাংশ কমতে পারে। মূলত বিদ্যুৎ উৎপাদনে পণ্যটির চাহিদা হ্রাস দেশটির সামগ্রিক চাহিদা কমিয়ে আনতে পারে।
ইআইএর তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার ব্যবহার কমে ৪৫ কোটি ৩০ হাজার শর্ট টনে নামতে পারে, ২০১৯ সালের তুলনায় যা ১৬ দশমিক ৮ শতাংশ কম।