রুপদিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের মাস্ক ওলিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। রবিবার বিকেলে ইউনিয়নের রুপদিয়া বাজারসহ বিভিন্ন বাজারে তিনি এই প্রচারণা চালান। এ সময় ভাইস চেয়ারম্যান করোনাভাইরাস থেকে নিজেকে রা করতে করণীয় সম্পর্কিত লিফলেট দেয়ার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। তার সাথে ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, সাবেক সহসভাপতি আকুল হুসাইন ও জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, যশোর পৌর ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক রেজওয়ান হোসেন মিথুন প্রমুখ। এর আগে শনিবার বিকেলে তিনি শহরের বড়বাজার, চৌরাস্তা, গাড়িখানা রোড ও দড়াটানায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।