ডুমুরিয়ায় ফেনসিডিলসহ দু মাদকসেবী আটক

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ দু মাদকসেবীকে আটক করেছে। গত শুক্রবার রাতে উপজেলার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার রাতে অভিযান ডুমুরিয়া সদরে গ্রামপুলিশ সৈয়দ কারিমুলের ছেলে সৈয়দ সাব্বির হোসেন (২০) ও চুকনগর এলাকার মালেক গাজীর ছেলে সাগর গাজী (১৯) কে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আসামিদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।