যশোর পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও যশোর পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১১ টার দিকে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে যশোর পুলিশ লাইন থেকে একজন পুলিশ সদস্য ওই পুলিশ সদস্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি করোনা ইউনিটে তার শারীরিক পরীক্ষার পর সন্দেহ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালের আরএমও’র কাছে পাঠানো হয়। সেখান থেকে তাকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অসুস্থ পুলিশ সদস্যর ভাষ্যমতে যশোর ২৫০ শয্যা হাসপাতালের একজন চিকিৎসক জানান, তিনি অসুস্থ হওয়ার আগে পুলিশ লাইনে যাদের সাথে থাকতেন তাদের মধ্যে একজন ইতঃপূর্বে করোনায় আক্রান্ত হন। তাকে ঢাকায় আইসোলেশনে পাঠানো হয়। এছাড়া আরও দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ বিকেলে জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বিদেশ ফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন এবং তার সর্দি ও কাশি ছিল। এ কারণে তাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিকেলে পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে যশোরের সিভিল সার্জন আবু শাহীন বলেন, বিষয়টি নিয়ে আমি আপাতত কিছু বলতে পারছিনা। পরে জানতে পারবেন।