যশোর শহরে আত্মহত্যার চেষ্টা বারোবাজার কলেজছাত্রীর

0

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ডিগ্রি কলেজের রিমা খাতুন নামে এক ছাত্রী যশোর শহরের পালবাড়ি এসে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিমা খাতুন বারোবাজার কাউদিয়া গ্রামের মাছ ব্যবসায়ী গোলাম হোসেনের কন্যা। তার মাতা রেহেনা বেগম জানিয়েছেন, রিমা বারোবাজার ডিগ্রি কলেজের এইচএসসি (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্রী। পরীক্ষা সামনে রেখে পড়ার জন্যে তাকে চাপ দেয়া হয়। এতে রিমা খাতুন ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে পিতা-মাতার ওপর অভিমান করে চুড়ামনকাটি বাজারে আসে এবং একটি দোকান থেকে কীটনাশক ওষুধ ক্রয় করে পালবাড়ী মোড়ে এসে পান করে। এক সেনা সদস্য তাকে উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর সংবাদ পেয়ে তার স্বজনরা আসেন। এ সময় তার পরিচয় জানা যায়।