মেহেরপুরে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মেহেরপুর ও এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ যশোর অঞ্চলের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার, মেহেরপুর সদর, আসাদুজ্জামান রিপন। এনজিও ফোরাম যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রকল্পের টিম লিডার মো. মনিরুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের সার্বিক দিক উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।