করোনার লক্ষণ : ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়া ৪০-৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত। শুক্রবার বাংলাদেশের আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে গিয়েছিলেন তারা। ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআই সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ খবর প্রকাশ করে। পশ্চিম ত্রিপুরা জেলার সার্ভেইলেন্স অফিসার সংগীতা চক্রবর্তী বলেন, ‘৪০-৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের শরীরে জ্বর, সর্দি, কফ, শ্বাসকষ্ট দেখা গেছে। এগুলো কভিড-১৯ ভাইরাসের লক্ষণ। ফলে তাদের ফেরত পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, আখাউড়া চেকপোস্ট দিয়ে যারা ভারতে প্রবেশ করবে তাদের ত্রিপুরায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে। এ ছাড়া মেডিকেল ভিসায় আসা ব্যক্তিরা প্রবেশ করতে পারবে বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত। চেকপোস্টে থার্মাল স্ক্যানার টেস্টে উত্তীর্ণ হতে হবে তাদের।