যশোরে বেশি দামে মাস্ক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শহরের জেল রোডস্থ কুইন্স হসপিটালের সামনের একটি ফার্মেসিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, দুপুর একটার দিকে তারা ক্রেতা সেজে কুইন্স হসপিটালের সামনের বিশ্বাস ফার্মেসিতে যান। এ সময় তাদের কাছে ৫ টাকা দামের একটি মাস্ক ৩৫ টাকায় বিক্রি করা হয়। পাশে অবস্থান করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। মাস্কের দাম বেশি নেওয়ায় বিষয়টি আদালত হাতেনাতে ধরে ফেলেন। এ অপরাধে আদালত ফার্মেসির ম্যানেজার আরাফাত হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগে একই আদালত শহরের হরিনাথ দত্ত লেনের শুভ ফার্মেসিতে অভিযান চালান। এ সময় সেখান থেকে চিকিৎসকের জন্য দেয়া ওষুধের স্যাম্পল উদ্ধার করা হয়। এ কারণে শুভ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হরিনাথ দত্ত লেনের নোভা ফার্মেসি ও তামান্না ফার্মায় পৃথক অভিযান চালান। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আদালত এ সময় দুুটি ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন।