অগ্নিঝরা মার্চ

0

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ৯ মার্চ। এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও যানবাহনে উঠানো হয় কালো পতাকা। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে বাঙালিরা মুক্তির আন্দোলনকে আরও গতিশীল করে তোলে। দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হয়। বন্ধ থাকে সচিবালয়সহ সারাদেশের সরকারি ও আধাসরকারি অফিস, হাইকোর্ট ও জজকোর্ট। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ছিল। পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তানি সেনাদের সশস্ত্র হামলা শুরু হয়। বিদেশী রাষ্ট্রগুলো এই দেশে বসবাসকারী তাদের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পশ্চিম জার্মানি সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়। এদিকে, এদিন সকালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৈঠক করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়। সেদিন বিকেলে পল্টন ময়দানে স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে মাওলানা ভাসানী প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ২৫ মার্চের মধ্যে ৭ কোটি বাঙালিকে স্বাধীনতা দেয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় স্বাধীনতার জন্য সর্বাত্মক সংগ্রাম শুরু করবেন বলে হুঁশিয়ার করে দেন।