প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর দরকার নেই : আইইডিসিআর

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ফার্মেসিতে হুমড়ি খেয়ে পড়েছেন মাস্ক কিনতে। তবে এখনই সবার মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন। প্রথমে তিনি জানান, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তিনি বলেন, সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।