যশোরে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুল ভ্যান প্রদান রোটারি ক্লাবের

0

স্টাফ রিপোর্টার ॥ রোটারি ক্লাব অব প্যারাগন ঢাকার উদ্যোগে যশোরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য স্কুল ভ্যান প্রদান করা হয়েছে। শনিবার যশোর শহরের লালদীঘিপাড়স্থ মসজিদ মহল্লা প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল ভ্যান দেয়া হয়। স্কুল ভ্যান প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব প্যারাগন ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান হাফিজুল্লাহ বুলবুল আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ স্কুল ভ্যান হস্তান্তর করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, রোটারি ক্লাব অব যশোর রুপান্তরের প্রেসিডেন্ট রোটারিয়ান শামছুল আলম, পাস্ট প্রেসিডেন্ট স্মৃতি কণা দাস, রোটারিয়ান দেবব্রত ঘোষ, শাহেদ আলী, শরিফুল আলম বুলু, মোসলেম আলী প্রমুখ।