বেনাপোল কাস্টমস হাউসে বঙ্গবন্ধু কর্নার ও ঘড়ির উদ্বোধন

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার মুক্তি, বাঙালি জাতির পরম প্রাপ্তি এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে ”বঙ্গবন্ধু কর্নার ও জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী। উদ্বোধনকালে তার সাথে ছিলেন কাস্টমস’র অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ খান চৌধুরী, সহকারী কমিশনার উত্তম চাকমা ও মুর্শিদা খাতুন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল প্রেস কাবের সভাপতি মহসিন মিলনসহ বিভিন্ন ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দ।