যশোর শহরে যুবক খুন

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার সন্ধ্যায় যশোরের বড় বাজারের মাছবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শেখ ইমরান হোসেন মুন্না (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চুড়িপট্টি এলাকার মৃত আফতাব উদ্দিন হিরুর ছেলে। নিহতের চাচা শেখ রেজানুল ইসলাম রেজু ও বড় ভাই সাদেকুল ইসলাম জানান, শেখ ইমরান হোসেন মুন্না মাছ বাজারের ‘সেন্ট মার্টিন ফিস’ ও ‘আবুল খায়ের ফিস’ নামে দুটি মাছের আড়তে চাকরি করতেন। তার দায়িত্ব ছিলো দুটি আড়তের বকেয়া আদায় করা। বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মুন্না মাছবাজারের জনৈক আদমের চায়ের দোকানের সামনে ছিলেন। এ সময় ওই এলাকার পলাশসহ ৩/৪ জন এসে আচমকা তার ওপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা আরো জানান, ৩/৪ দিন আগে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ পলাশসহ বেশ কয়েকজনকে তাড়া করে। এ সময় মুন্না পুলিশকে হামলাকারীদের আটক করতে সহযোগিতা করেছিলেন। এ ঘটনার জেরে মুন্নাকে ছুরিকাঘাত করা হয় বলে তারা অভিযোগ করেন। যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ছুরিকাঘাতে এক যুবক মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। পুলিশ অপরাধীদের শনাক্ত এবং আটকের চেষ্টা করছে।