বাগেরহাটে হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বুধবার ভোর থেকেই বাগেরহাটের উপকূল জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে এক ধরনের স্থবিরতার সৃষ্টি হয়। বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই বেরিয়েছেন কাজে। তবে কৃষি বিভাগ বলছে ধান, আম, সবজিসহ বিভিন্ন ফসলের উপকার হলেও সবজির বীজতলা নিয়ে আশঙ্কা রয়েছে। খেটে খাওয়া মানুষজন বলেন, এবারের শীতটা আমাদের জন্য কষ্টের ছিল। মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। আজ আবারও সকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। কাজে বের হতে পারিনি। অসময়ে বৃষ্টি হলে আসলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ফাল্গুন মাসের বৃষ্টি ধান, আমের মুকুলসহ বিভিন্ন সবজির ফলনে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে কোন সবজির ক্ষেতে যদি আগাম বীজতলা থাকে তার কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।