বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এদিন রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড মো. রাশেদুজ্জামান, উপজেলা প্রেস কাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক দিলীপ হালদারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রভাতফেরি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।