বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, রিজভীসহ আহত ১০

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর মিরপুরে বিােভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এতে পুলিশের লাঠিপেটায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে দলটি। রিজভী আল হেলাল হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিােভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। তিনি বলেন, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিত তাদের ওপর হামলা ও লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। তিনি বলেন, দেশের মানুষ বর্তমান অবৈধ সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে; সেদিন আর বেশি দূরে নয়। সে সময় মতাসীন অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার মতা ছেড়ে পালাতে বাধ্য হবে। মিছিলে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ছাত্রদলের সহ-সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।