লোহাগড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলে বিশেষ বর্ধিত সভা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বনি আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, ভাইস চেয়ারম্যান বি.এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, শ্রমিক লীগ নেতা মোজাম খান, যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম প্রমুখ।