একুশের ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি, খতিয়ে দেখছে পুলিশ

0

লোকসমাজ ডেস্ক॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহান্নোর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর পুলিশের একটি ব্যানারে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহার করা হয়েছে। পুলিশের প থেকে এই ব্যানার টাঙানোর পর তার ছবি দিয়ে ফেইসবুকে সমালোচনা চলছে। মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, দ্রুত ভুলটি ধরা পড়ার পরই ওই ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। কীভাবে এই ভুল হল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান শুক্রবার রাতে বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ডিএমপির লোগো সম্বলিত ব্যানারে সবার উপরে বড় অরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০’ লেখা । মাঝে রয়েছে সাত বীরশ্রেষ্ঠর ছবি। তারপরে লেখা, ‘মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা’। ব্যানারের নিচে ডিএমপির লোগোর পাশাপাশি ঢাকা মেট্রোাপলিটন পুলিশ লেখা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, “ঢাকা মহানগরের কোনো এক জায়গায় মিনিট পাঁচেকের জন্য ব্যানারটি টাঙানো হয়েছিল। এরইমধ্যে সংশ্লিষ্টদের নজরে আসে এবং নিজেদের কাছে ভুলটি ধরা পড়ে। খুব দ্রুততার সঙ্গে তা সরিয়ে নেওয়া হয়। “কীভাবে এ বিভ্রাট এবং কোথায়, কখন ব্যানারটি টাঙানো হয়-সে বিষয়টি জানা সম্ভব হয়নি।” ফেইসবুকে এই ব্যানারের একটি ছবি পোস্ট করে এক সাংবাদিক লিখেছেন, কিছু বলার থাকলে বলেনৃ। সেখানে মন্তব্যে একজন লিখেছেন, “সম্প্রতি তাহেরি হুজুরেরও এমনি একটি ওয়াজ ইউটিউবে দেখলাম। বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে হয়ত একদিন এমনটাই হতে পারে যদি তৈলমর্দন না কমে।” আরেকজন লিখেছেন, “এরাও তো বাংলা ভাষায় কথা বলেছে এই আর কি, তাই সবাইকে ভাষা শহীদ মনে করে।” এই ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে একজন লিখেছেন, “এর সাথে জড়িত থাকা সকল কর্মকতা ও কর্মচারীদের চাকরি হতে বাতিল করা উচিত এবং নতুন করে প্রাইমারি স্কুলে ভর্তি করা হোক।”