সাবেক সংসদ সদস্য শাহ হাদীউজ্জামান স্মরণে সভা ও দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসায় সাবেক গণপরিষদ সদস্য, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান শাহ হাদীউজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুফতি মাও. তৈয়বুর রহমানের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের জৈষ্ঠ্য পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান ফারাজী, সার ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, সাবেক পৌরসভা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া গদিনিশি পীর আব্দুল্লাহ্ বোখারী, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি, নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।