জীবনজীবনের জন্য : মেধাবী স্কুলছাত্রী অর্পিতাকে বাঁচাতে সাহায্যের আবেদন

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ সপ্তম শ্রেণির ছাত্রী মেধাবী অর্পিতা গাইন সকলের মাঝে বেঁচে থাকতে চায়। কিন্তু ১৪ বছর বয়সে ঘাতক ব্যাধী বনক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার সকল স্বপ্ন বিলীন হতে চলেছে। বেশ কিছুদিন অত্যন্ত মেধাবী অর্পিতার শরীরের সকল হাঁড়ের মধ্যে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। দেশের ফকির-কবিরাজ, হোমিওপ্যাথ ও এলোপ্যাথিক ডাক্তার দেখিয়ে কোন প্রকার ফল না হওয়ায় একপর্যায়ে তাকে ভারতের ভেলোরে নিয়ে খ্রিস্টান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে টেস্ট রিপোর্টে অর্পিতার পায়ের হাঁড়ে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক এ রোগের চিকিৎসা ব্যয়ে বাংলাদেশি টাকায় প্রায় ১০/১২ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন।
বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের দিনমজুর তুলসী দাস গাইন ও মাধুরী গাইনের দুই সন্তানের মধ্যে অর্পিতা ছোট। সে হোগলবুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ে। বর্তমানে লেখাপড়া ও বন্ধু-বান্ধবীর সাথে খেলাধুলাসহ সবকিছু থেকে বঞ্চিত। দরিদ্র বাবা-মা সকল সহায়-সম্পদ বিক্রি করে এতোদিন মেয়ের চিকিৎসা ব্যয় চালিয়ে আসছিলেন। বর্তমানে হতদরিদ্র বাবা-মায়ের কাছে অর্পিতার চিকিৎসায় ব্যয় করার মতো কোন অর্থ নেই। তাই অর্পিতার অসহায় বাবা-মা মেয়ের জীবন বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবানসহ সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ-মাধুরী গাইন, সঞ্চয়ী হিসাব নং- ৩০১২০১০০১৪৪২১, রূপালী ব্যাংক লিঃ, বটিয়াঘাটা শাখা, খুলনা। মোবাইল-০১৫১৯২৩০২০২।