যশোরে বিবর্তন স্কুলের আবৃত্তি প্রতিযোগিতা

0

বিবর্তন যশোর আবৃত্তি ও আর্ট স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাট্য সংগঠন বিবর্তন যশোর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা হারুণ-অর-রশীদ, সাবেক সাধারণ সম্পাদক ও স্কুলের পরিচালক এইচ আর তুহিন এবং অধ্যক্ষ সপ্তর্ষী দাস শীলা। এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তির শিক্ষক শর্মিষ্ঠা ভট্টাচার্য্য তুপা, শাহরিন সুলতানা নিশি, রুহিনা শারমিন এলিস ও আর্টের শিক্ষক শাহরিন সুলতানা সাথী। প্রতিযোগিতায় ৪টি বিভাগে শুধুমাত্র বিবর্তন যশোর আবৃত্তি ও আর্ট স্কুলের অন্তত ৩০ শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি