কেশবপুরে ধর্ষিত কিশোরীর পাশে দাঁড়ালো নারী ও শিশু অধিকার ফোরাম

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামে ধর্ষিত কিশোরীর পাশে দাঁড়ালো নারী ও শিশু অধিকার ফোরাম। সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার পান্না, যশোর জেলা মহিলাদলের সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম, অ্যাড. শাহিনা আক্তার মিলি ও আফরোজা তন্নীর নেতৃত্বে নারী ও শিশু অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল গৌরীঘোনা গ্রামে ওই ধর্ষিতার বাড়িতে যান এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিনিধিদলটি ধর্ষণের শিকার কিশোরীকে আইনি সহায়তাসহ সব ধরণের সহায়তার আশ্বাস দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজী, আবু ইউনূস, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন, যুবদল নেতা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার নুরি, শাহানাজ পারভীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, হুমায়ুন কবীর সুমন, মাসুম বিল্লাহ, কবির হোসেন রিপন, শাহাআলম, মো. সাকিব প্রমুখ। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেশবপুর উপজেলার গৌরীঘোনা ভাদ্রাপল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সামছুর রহমান মোড়লের ছেলে লম্পট রুবেল। এসময় মেয়েটির চিৎকারে তার পিতা-মাতা হাতেনাতে ধরে ফেলেন রুবেলকে। পরে রুবেলের সহযোগীরা মেয়েটির পিতা-মাতাকে মারপিট করে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বোন কেশবপুর থানায় মামলা দায়ের করেন।