কালীগঞ্জে মাদক,বাল্য বিবাহের কুফল বিষয়ে আলোচনা সভা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংবিরোধী এবং বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার শনিবার বেলা ১১টায় উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ড. শেখ মামুনুর রশিদ, মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলী, হাঙ্গার ওয়ার্ল্ডের এরিয়া কো অর্ডিনেটর সোহেল আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে মাদক,জঙ্গিবাদ,ইভটিজিংবিরোধী এবং বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের বিএইএবি মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী উপস্থিত ছিলেন।