নাইজেরিয়ায় উত্তোলন ৩৫% কমতে পারে

0

লোকসমাজ ডেস্ক॥ আফ্রিকার সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনকারী দেশ নাইজেরিয়া। তবে আগামী দিনগুলোয় এ খাতে দেশটির অবস্থান নড়বড়ে হয়ে পড়তে পারে। ওপেকের অন্যতম সদস্য দেশটিতে আগামী ১০ বছরে জ্বালানিপণ্যটির উত্তোলন ৩৫ শতাংশ হ্রাস পেতে পারে। ব্রিটেনের জ্বালানি ও খনিজ গবেষণা কনসালট্যান্সি উড ম্যাকেঞ্জি সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে। খবর অয়েলপ্রাইসডটকম।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনে এ খাতে নাইজেরিয়ার মুনাফা হ্রাস পাচ্ছে। জ্বালানিপণ্যটির উত্তোলন খরচের তুলনায় দাম কমতির দিকে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খাতসংশ্লিষ্টরা। ফলে পণ্যটির উত্তোলনে আগ্রহ হারাচ্ছেন তারা; কমছে বিনিয়োগ।
এছাড়া দেশটির জ্বালানি তেল খাত নিয়ন্ত্রণবিষয়ক নীতি প্রণয়নের অনিশ্চয়তা এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। নীতিগত অনিশ্চয়তার জেরে দেশটির জ্বালানি তেলবিষয়ক তিনটি বৃহৎ প্রকল্পে চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত হয়ে যেতে পারে। জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে এর আগে উপকূলীয় এলাকায় তিনটি ডিপওয়াটার প্রকল্প হাতে নেয় নাইজেরিয়া। এ প্রকল্পগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সনমোবিল করপোরেশন, নেদারল্যান্ডসভিত্তিক রয়্যাল ডাচ শেল পিএলসি ও ফ্রান্সের টোটাল এসএর দ্বারা পরিচালিত হচ্ছে।
তবে নীতিগত জটিলতায় এ প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের তুলনায় দু-চার বছর পিছিয়ে চলতি বছরের শেষ দিকে চালু হতে পারে। এতে জ্বালানি তেল খাতে বিনিয়োগে মারাত্মক প্রতিবন্ধকতা হয়েছে বলে জানিয়েছে উড ম্যাকেঞ্জি। তবে এ বছরের মাঝামাঝিতে পেট্রোলিয়াম শিল্পকে নিয়ন্ত্রণে আনতে একটি নতুন বিল পাস করতে যাচ্ছে দেশটি। সম্প্রতি নাইজেরিয়ার পেট্রোলিয়াম মন্ত্রী তিমিপ্রি সেলভা এমন তথ্য জানিয়েছেন।
তবে উড ম্যাকেঞ্জি কনসালট্যান্সির এক নোটে জানানো হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়ন হলেও নাইজেরিয়ার জ্বালানি খাত খুব একটা লাভের মুখ দেখবে না। প্রকল্পগুলো পূর্ণ কার্যক্রমে এলে দেশটিতে দৈনিক গড়ে সব মিলিয়ে তিন লাখ ব্যারেল অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন হতে পারে, যা দেশটির জন্য খুব একটা সুফল বয়ে আনবে না। বিশেষত পণ্যটির এ মন্দা বাজারে যখন আন্তর্জাতিক বাজার আদর্শ প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৬০ ডলারের নিচে অবস্থান করছে। ওপেকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়া দৈনিক গড়ে ১৭ লাখ ৭৬ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে।