করোনা ভাইরাস পরিস্থিতি ‘কেবল শুরু’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিকে কেবল শুরু বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম বলেন, চীনে কখনও ভ্রমণ করেননি এমন মানুষের মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারটি উদ্বেগ জন। আর এটা ‘কেবল শুরু’ হতে পারে। সামনে আরও কঠিন সময় আসছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন।
টেড্রোস সমস্ত দেশের কাছে আবেদন জানিয়েছেন যেন আগমন সম্পর্কে সবাই যেন ওয়াকিবহাল থাকে এবং প্রস্তুত থাকে তার মোকাবিলা করার জন্য। এছাড়া নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে, সেই সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সত্যিকারের নায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, এখনকার পরিস্থিতি কোনও বরফখণ্ডের চূড়ার মতো। আরও মারাত্মক পরিস্থিতি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য জরুরি অবস্থার জন্য স্ব দেশকে করোনা ভাইরাসের জন্য তৈরি থাকতে হবে। এর অর্থ হল দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরী ব্যবস্থা তৈরি রাখা, বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা রাখা যা জনস্বাস্থ্যের প্রয়োজনে লাগবে।’ তিনি বলেন, চিনের বাইরে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা ধীরগতিতে দেখা যাচ্ছে। কিন্তু যা আরো ছড়িয়ে পড়তে পারে। যে ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলিকে যদি কোনভাবে লঙ্ঘন করা হয়, তাহলে এই ভাইরাস জয়ী হবে।