করোনা আক্রান্ত বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিনে ডোরিস করোনা ভাইরাসে আক্রান্ত। এমপিদের মধ্যে তার দেহেই প্রথম এই ভাইরাস শনাক্ত করা হলো। বলেছেন, তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সব রকম পূর্ব সতর্কতা অবলম্বন করেছেন। বাড়িতে নিজেকে আইসোলেশন করে রেখেছেন। ওদিকে বৃটেনে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬। সব মিলে সেখানে আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। সর্বশেষ মারা গেছেন প্রায় ৮০ বছর বয়সী একজন পুরুষ। এ অবস্থায় ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ বলেছে, করোনা সংক্রমণের বিষয়ে জনগণের পরীক্ষার সক্ষমতা বাড়িয়েছে দিয়েছে তারা। সেখানে দিনে গড়ে ১০ হাজার মানুষকে এই পরীক্ষা করা হচ্ছে।।