ইসলামী ব্যাংক যশোর জোনের ব্যতিক্রম আয়োজন- দেয়ালিকা প্রতিযোগিতা

0

মোস্তফা রুহুল কুদ্দুস ॥ ব্যাংক মানে ব্যবসা-বাণিজ্য, লাভ-লোকসানের হিসাব। রাতের বিশ্রাম ছাড়া যে সময় থাকে ব্যাংকারদের, তা হিসাব কষতে কষতেই শেষ হয়ে যায়। এর বাইরে ভাববার ফুরসত নেই তাদের। বিনোদন, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়েই তারা সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকেন। এমনই এক বাস্তবতায় একটি ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে ব্যাংক সেক্টরে উদাহরণ সৃষ্টি করলো ইসলামী ব্যাংক যশোর জোন। বার্ষিক প্রীতি পুনর্মিলনী উপলক্ষে দেয়ালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে ব্যাংকটি। শুক্রবার স্থানীয় একটি বিনোদন কেন্দ্রে যশোর জোনের ২৩টি শাখার সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার সদস্যরা পুনর্মিলনী উৎসবে অংশ নেন।
সাফল্য সফলতায় দেশে-বিদেশে বহু পুরস্কার বিজয়ী ইসলামী ব্যাংক প্রতিবছরই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। দেয়ালিকা প্রকাশের উদ্যোগ এবারই প্রথম। খুবই মনোরম ও দৃষ্টিনন্দন দেয়ালিকায় স্থান পায় গল্প, কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ও কৌতুক। ুদ্র পরিসরে সব লেখাই মানসম্মত ছিল বলা যাবে না। তবে নিশ্চিত করে বলা যায়, অঙ্গসজ্জা, বিষয় নির্বাচন ও মানরক্ষায় কারো চেষ্টার ত্রুটি ছিল না। জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, নদ-নদী, নৌকা ও চিরচেনা প্রকৃতির অলংকার দিয়ে সাজানো হয় দেয়ালিকা। কয়েকটিতে ছিল পাকা হাতের ছোঁয়া, শৈল্পিক নৈপূণ্য। যশোর জোনের ২৩টি শাখার সবকটি শাখাই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকের দায়িত্ব পালন করেন এসএম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালসহ তিন সদস্যের একটি টিম। তাদের বিচার বিশ্লেষণে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা, মেহেরপুর শাখা ও নওয়াপাড়া শাখা।
দেয়ালিকার পাশাপাশি ছিল গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক ও ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাংকের নিজস্ব সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে প্রীতি মিলনী হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, খুলনা জোনের প্রধান আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা।
ব্যাংকে চাকরি করে শিল্প-সাহিত্য, ক্রীড়া সংস্কৃতি চর্চার এ উদাহরণ সত্যিই ব্যতিক্রম। এমন একটি চমৎকার ও উদ্বোধনী আয়োজনের রূপকার যশোর জোনের প্রধান, বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মাকসুদুর রহমান। তিনি জানালেন, ব্যাংকের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতেই এই আয়োজন। এতে যেমন পরস্পরের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পাবে, তেমনি কর্মস্পৃহা হয়ে উঠবে আরও গতিময়।