রামপালে অবৈধ দখলদারদের বাধায় খাল খনন ব্যাহত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের রামপাল-মোংলায় ৮৩টি খাল খননের কাজ চলছে। অবৈধ ঘের দখলবাজদের বাধা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যদের মাধরের কারইে খাল খনন ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার সাতপুকুরিয়া এলাকায় অসংখ্য বাঁধ দিয়ে খাল আটকে রাখায় মৎস্যঘের মালিকদের বাঁধার সম্মুখীন হন ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যরা। গত ১ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যরা শ্রমিকসহ সাতপুকুরিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে পৌছালে চিহ্নিত ঘের দখলবাজ ঘের মালিক আলম হাওলাদার, হাসান হাওলাদার, হালিফা হাওলাদার, মহিউদ্দিন মোছাল্লি, মান্নান মোছাল্লি ও সুলতান হাওলাদারসহ কতিপয় দুর্বৃত্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্য মহিদুলকে বেধড়ক মারধর করে। এসময় শ্রমিকদের জন্য খরচের ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দায়ের করা হয়। এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যরা বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামপাল থানা ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেন। এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘের দখলবাজদের অবৈধ বাঁধ ও দখলের কারণে খনন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।