যশোরে চিকিৎসকসহ আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

0

বিএম আসাদ ॥ করোনাভাইরাসে গতকাল যশোরে চিকিৎসকসহ আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট ৩ হাজার ৪শ’ ৪৫ জন আক্রান্ত হয়েছেন। গতকাল যশোরে ৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২শ’ ১টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর ভেতর আক্রান্ত হয়েছেন ৩৭ জন। খুলনা থেকে নমুনা পরীক্ষার ৫টি রিপোর্ট আসলেও কোন আক্রান্ত নেই। একদিনে মোট ২শ’ ৬টি রিপোর্টে আক্রান্ত ৩৭ জন। গতকাল যে ৩৭ জন আক্রান্তরা হয়েছেন তার ভেতর যশোর সদরের সংখ্যা সবচেয়ে বেশি। অনুরূপভাবে মনিরামপুর ও অভয়নগরে ৪ জন করে ৮ জন, শার্শায় ৩ জন, চৌগাছা, ঝিকরগাছা এবং কেশবপুরে ১ জন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে গতকাল কেউ সুস্থ না হওয়ায় সুস্থ রোগী পূর্বের সংখ্যায় ২ হাজার ৮৫ জনে রয়েছে।
একদিনে আক্রান্তরা হলেন- যশোর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক উপশহরের ডা. মো. ইমদাদুল হক (৫৫), কেয়া (৪০), ঘোপের আশিক (২৭), ২৫০ শয্যা হাসপাতালের কর্মরত বালিয়াভেকুটিয়ার জেসমিন খাতুন (৩০), নীলগঞ্জ সাহাপাড়ার মোস্তফা কামাল(৫২), নাসিমা (৪৬), জনতা হাসপাতালের নার্স পূর্ববারান্দীপাড়ার আঁখি ওরফে এ্যানি (৩৮), পালবাড়ীর লুৎফুন্নেছা (৫৭), বেজপাড়ার লক্ষ্মণ বিশ্বাস (২৯), এজি অফিসের অঞ্জু (৫২), সতীঘাটার তোফাজ্জেল (৭০), রূপদিয়ার হারুন-অর-রশিদ (৩০), চাঁচড়ার সালমা (৩০), সাড়াপোলের সাইফুল (২৪), পুলেরহাটের শারমিন (৩৫), বসুন্দিয়া মোড় এলাকার বাবু বিশ্বাস (৪০), আব্দুস সালাম বিশ্বাস (৮০), ভেকুটিয়া কলোনীপাড়ার ইমরান হোসেন (৪০), চানপাড়ার আবু সায়েদ (৪০), গোলাডাঙ্গার তান্নী (২২), মনিরামপুরের ্ইউনুছ (৩৫), নড়াইলের ইমদাদুল হক (৫০) এবং আজিজুল হক (৫০)। আক্রান্তদের মধ্যে নড়াইলের ইমদাদুল হক যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর নমুনা নেয়া হয়। ওই নমুনায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। কেশবপুরের মজিদপুর গ্রামের আব্দুল মালেক (৪৫), ঝিকরগাছা পুরন্দপুরের শহিদুল ইসলাম (৪৪), চৌগাছা উপজেলার হাকিমপুরের আলী হোসেন (৬০), অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেরদৌসি খানম (৫৪), মহাকালের মশিউর রহমান (৫২), নওয়াপাড়া শহরের শংকরসিংহ (৫৬), মনিরামপুরে লক্ষ্মীডাঙ্গার বিরাট চন্দ্র রায় (৫৭), পাচাকড়ির চিত্ত বিশ্বাস (৬২), মশ্মিমনগরের মামুনুর র শিদ (৩৫), শার্শার খাদিজাতুল কোরবা (২০), আল-আজমল (১৬), বইলাপোতার বাচ্চু মিয়া (৭৫), ভবেরবেড়ের ফজলুর রহমান (৮৪) ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তাহাজ উদ্দিন (৩৩)।