মনিরামপুরে চরমপন্থি নেতা দেবু পাঁচ সহযোগীসহ আটক, ৩টি অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের বহিষ্কৃত মেম্বার চরমপন্থি নেতা দেবু সরকার ও তার ৫ সহযোগীকে সোমবার রাতে পুলিশ আটক করেছে। পরে দেবুর স্বীকারোক্তিতে ভোররাতে তার বাড়ি থেকে গুলিভর্তি তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় এলাকায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান চলছিল।
মনিরামপুর থানা পুলিশের ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, মনিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের জাহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম গত শুক্রবার রাতে সুবলডাঙ্গা বিলে বোরো চাষের জন্য ক্ষেত থেকে পানি নিষ্কাশন করছিলেন। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা দুজনই মাথা ও পেটে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জাহিদুলের ভাই শনিবার রাতে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওসি মতিয়ার জানান, এ মামলার সূত্র ধরেই ডিবি ও থানা পুলিশ সোমবার রাত ১০ টার পর থেকে এলাকায় যৌথ অভিযানে নামে। অভিযানে প্রথমে আটক করা হয় হরিদাসকাটি ইউনিয়নের কুমারসিমা গ্রামের মৃত জনাদ্ধন সরকারের ছেলে চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (প্রো) এর সাবেক আঞ্চলিক নেতা বহিস্কৃত ইউপি মেম্বার দেবু সরকারকে। পরে দেবুকে সাথে নিয়ে তার সহযোগী পাঁচকাটিয়া গ্রামের সুরঞ্জিত, ঢাকুরিয়া ইউনিয়নের সুবোলকাটি গ্রামের মাসুদ রানা, জিকো, জনি ও আল মামুনকে আটক করা হয়। এদেরকে আটকের পর পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রাত তিনটার দিকে দেবু সরকার অস্ত্রের সন্ধান দেন। ভোররাতে পুলিশ দেবুকে নিয়ে কুমারসিমা গ্রামে তার বাড়িতে যান। এ সময় দেবু তাদের বাড়ির আঙিনার বিচালীগাদা থেকে গুলিভর্তি দুটি সার্টারগান ও একটি ওয়ানশুটার বের করে দেন। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান আরো জানান, দেবু ও তার সহযোগীরা জিজ্ঞাসাবাদে শুক্রবার রাতে বিলের মধ্যে দুজনকে এলোপাতাড়ি গুলির সম্পর্কে তথ্য দিয়েছে। এছাড়াও দেবু সম্পর্কে পুলিশের কাছে চাঞ্চল্যকর আরও অনেক তথ্য এসেছে। তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় এলাকায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান চলছিল। হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিপদ ভঞ্জন পাড়ে জানান, তিন/চার বছর আগে পাঁচবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন সরকার ও ব্যাংক কর্মকর্তা প্রজ্ঞান সরকারের বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতি মামলার এজারভুক্ত আসামি হন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবু সরকার। ফলে তাকে পরিষদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও তার নামে চুরি, ছিনতাই, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ইতিপূর্বে পুলিশ তাকে বেশ কয়েকবার আটকও করেছে। অভিযোগ রয়েছে, দেবু বর্তমানে এলাকায় চরমপন্থিদের সংগঠিত করে আসছিলেন।