বটিয়াঘাটায় বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ সরকারি বটিয়াঘাটা (ডিগ্রী) মহাবিদ্যালয়ে রোববার বেলা ১১ টায় সততা সংঘের আওতায় দুর্নীতি প্রতিরোধকল্পে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অমিতেষ দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক নাসরিন হায়দার, হরবিলাস দে, প্রবীর সেন, কুমারেশ সরকার, গুরুদাস মন্ডল, নবীন বিশ্বাস, ব্রজেন মন্ডল, সুকুমার চন্দ্র বৈরাগী, পলাশ কান্তি হালদার, বিপ্লব সাহা, প্রদীপ গোলদার, সুরজিৎ রায়, দীপক কুমার মল্লিক, হরিচাঁদ কীর্ত্তনিয়া, পুতুল রায় ও সমর চন্দ্র গোলদার, শিক্ষার্থী রিয়া সিংহ, চৈতি মন্ডল, ফয়সাল আহম্মেদ, ফায়েজুর রহমান প্রমুখ।