ভোটকেন্দ্র রক্ষার চেষ্টা করবো

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আমাদের প্রতিপক্ষরা ভোট কেন্দ্র থেকে ভোটারদের দূরে রাখতে যথেষ্ট চেষ্টা করবে। ভোটার উপস্থিতি কমিয়ে রাখতে চাইবে তারা। আমাদের শক্তি জনগণ। আমরা জনগণকে নিয়ে ভোট কেন্দ্র রক্ষার চেষ্টা করবো।’ গতকাল বিকালে প্রচারের শেষ মুহূর্তে মগবাজার চৌরাস্তায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। তাবিথ বলেন, আমরা সকল ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন। এর বাইরে আমাদের সকলকে চেষ্টা করা হবে ভয়ভীতি দেখানোর জন্য। আমরা যেন ভয়ভীতিতে হার না মানি, মাথানত না করি। ভয়কে জয় করে আমরা মাথা উঁচু করে আমাদের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনবো।
নতুন ঢাকা গড়ে তোলার উদ্দেশ্যে এবং বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ১লা ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবো। আপনারাও ভোট দেবেন।’ তিনি বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএম-এর বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নিবার্চন কেমন হবে। ইতিবাচক মনোভাব নিয়ে আগামী দুই দিনের অপেক্ষায় আছি। নির্বাচন শেষ করে ফাইনাল মন্তব্য করবো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, ‘নির্বাচন সুষ্ঠু রাখার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আগামী ৪৮ ঘন্টা তারা এমন পদক্ষেপ নেবেন যাতে সাধারণ ভোটাররা সন্তুষ্ট থাকে এবং ভয়ভীতি ছাড়া ভোট কেন্দ্রে যেতে পারে ও ভোট দিতে পারে।’ মেয়র প্রার্থী বলেন, আমরা সকলে প্রস্তুত বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কোনো গুজব আপনারা শুনবেন না। ভোট দিয়ে ধানের শীষ মার্কাকে জয় যুক্ত করবো। এই মার্কাকে জয়যুক্ত করলে, গণতন্ত্র জয় যুক্ত হবে। ভোটের অধিকার ফিরে পাবো। এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমিনুল হক, কামরুজ্জামান রতন, আবুল কালাম আজাদ, নিপুন রায় চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহিলা দলের সুলতানা আহম্মেদ, হেলেন জেরিন খান, রোকেয়া চৌধুরী বেবি, ছাত্রদলের আবদুল্লাহ আল জুবায়ের বাবু, এনামুল হাসান প্রমুখ। এছাড়া ২০ দলীয় জোটের মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হূদা, জাতীয় ঐক্যফ্রন্টের জাহাঙ্গীর আলম মিন্টুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তাবিথ বলেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। গণমাধ্যমকর্মীরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পেতে কাজ করছেন। গণমাধ্যমের ওপর আস্থা আগেও ছিলো, এখনও আছে। এবারের প্রচারের সময় ৬ জন সংবাদকর্মী আহত হয়েছেন। তাদের প্রতি আমার সমবেদনা রইলো।