বাঘারপাড়ায় গাছিদের মাঝে কেনারহাটের কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ খেজুরের গুড়-পাটালি বিপণনের অনলাইন প্রতিষ্ঠান কেনারহাট ডট কম এর উদ্যোগে যশোরের বাঘারপাড়া উপজেলার ৬৫ জন গাছিকে (খেজুর গাছ থেকে রস-গুড় উৎপাদনকারী) কম্বল দেয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সভাকক্ষে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে বাঘারপাড়া উপজেলার পারকুল গ্রামের গাছি আজিজুর রহমান বলেন, ‘কম্বলডা পাইয়ে শীতের কষ্ট দূর হলো। ভোরে শীতের মধ্যি খেজুর গাছে ওঠে রস পাড়া খুব কষ্ট। এই কম্বলডা গায় দিয়ে এবার গাছে ওঠতি পারবানে। শীতের গরম কাপড় তেমন ছিলো না। কম্বলডা পাইয়ে খুবই ভালো হলো’। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন দরাজহাট ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার, প্রথম আলো বন্ধুসভা যশোরের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেনারহাটের উদ্যোক্তা নাহিদুল ইসলাম।
আয়োজকরা জানান, পাঁচ তরুণ উদ্যোক্তা গত বছর কেনারহাট প্রতিষ্ঠা করেন। তারা বলেন, শুরু থেকে আমাদের লক্ষ্য ছিলো, আমরা শুধু ব্যবসা করবো না, ব্যবসার লাভের অংশ থেকে গাছি ও তাদের সন্তানের জীবনমান উন্নয়নের জন্যে ব্যয় করা হবে। সে অনুযায়ী প্রতিবছর গাছিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া তাদের সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ দেয়া হয়। গাছির মেধাবী তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে কেনারহাট। সারা বছরই তাদের শিক্ষা ব্যয় আমরা বহন করে থাকি। এ ধরনের সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে থাকবো’।