ঝিকরগাছায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ সারাদেশের মত যশোরের ঝিকরগাছায় কালেক্টরেট সহকারী সমিতির অন্তর্ভূক্ত (বাকাসস) ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি চলছে। গত সোমবার থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা তাদের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এরই অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা গত সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। কর্মবিরতিতে অংশগ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার শাহানাজ বেগম, উচ্চমান সহকারী মঈন উদ্দীন, অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক আবু হেনা মোস্তফা কামাল, হিসাবরক্ষক তপন রায়, অফিস সহকারী শাহজালাল, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সাখাওয়াত হোসেন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার প্রমুখ।