পাইকগাছায় বিধবাকে শ্বাসরোধে হত্যা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আলেয়া বেগম (৪৫) নামে এক বিধবা মহিলাকে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে কে বা কারা তাকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে বলে থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়–লী ইউনিয়নের কলমিবুনিয়া গুচ্ছগ্রামে।
নিহতের ছেলে আলমগীর জানান, ঘটনার দিন রাতে ঘরের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে তার মায়ের মুখোমন্ডল ওড়না দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আরশাদ বিশ্বাস, তার সহযোগী হাফিজুর ও আমান সরদার জড়িত আছে বলে জানান তিনি। আরশাদ বিশ্বাসের চিংড়ি ঘেরে দীর্ঘদিন আলমগীর কর্মচারী হিসেবে ছিলেন। চলে আসার পর টাকা-পয়সা লেনদেন নিয়ে উভয়ে কয়েকটি মামলায় জড়িয়ে পড়েন। মামলার কারণে আরশাদ বিশ্বাস বিভিন্ন সময় তার মা ও তাকে নানাভাবে হুমকি দিতেন বলে থানায় ডায়রিও করা হয়। সোমবার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে আরশাদ আলী বিশ্বাস জানান, আমার কাছে চারিদিক থেকে ফোন আসছে, পারলে আমার নামে মামলা করে দেন। থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।