বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ গোপালগঞ্জের কাছে যশোর জেলার পরাজয় নিজেদের মাঠেই

0

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বুড়িগঙ্গা অঞ্চলের খেলায় নিজেদের মাঠে গোপালগঞ্জের কাছে পরাজয় বরণ করলো যশোর জেলা। গতকাল শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলা য়তারা ২-১ গোলে পরাজয় বরণ করে। খেলায় বিজয়ী দলের পক্ষে জসিম তালুকদার দুটি এবং বিজিত দলের পক্ষে রানা বিশ্বাস একমাত্র গোলটি করেন।
প্রথমার্ধের খেলা শুরুর মাত্র ৩ মিনিটে গোপালগঞ্জের জসিম তালুকদার প্রথম গোলটি করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। এরপর ১৮ মিনিটে আরও একটি গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। যশোর পর পর দুটি গোল হজম করার পর গোল পরিশোধ করার জন্য অনেকটা মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধের বাদবাকি সময়ে তারা গোলনামক সোনারা হরিণটি ধরতে ব্যর্থ হয়। যে কারণে গোপালগঞ্জ প্রথমার্ধের খেলায় ২-০ গোলের লিড নিয়ে এগিয়ে থাকে। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৭৬ মিনিটে যশোরের রানা বিশ্বাস গোল করে দলের গোল ব্যবধান কমিয়ে আনেন। তারা আরও একটি গোল পরিশোধের মধ্য দিয়ে খেলায় পুরোপুরিভাবে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। কিন্তু প্রতিপক্ষের সীমানায় তারা একাধিকবার বল পেয়ে ফিসিংয়ের অভাবে গোল আদা য়করে নিতে ব্যর্থ হয়। যে কারণে গোপালগঞ্জ ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
খেলায় গোপালগঞ্জের হয়ে অংশ নেন, সাইদুর রহমান, আনিসুল হক, আক্তার হোসেন, রানা বিশ্বাস, আব্দুর রহমান, জাহিদ হাসান, লিটন কুমার, কংকর বিশ্বাস, কৌশিক আহমেদ ও আরাফাত হোসেন। অপরদিকে, গোপালগঞ্জের হয়ে অংশ নেন, আব্দুল্লাহ-আল-নাইম, মুজিবুল বশর সাকিল, অভিজিৎ বালা, জাসিম তালুকদার, রুবেল সরদার, মহিউদ্দিন, দেলোয়ার, লিমন মুন্সি, প্রণয় বিশ্বাস, খন্দকার খালিদ হাসান ও নয়ন বিশ্বাস। আগামী বুধবার গোপালগঞ্জ ভেন্যুতে এই দুই দল মুখোমুখি হবে। খেলাটির শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকউজ্জামান।