সাংবাদিক মনির ওপর ছাত্রলীগের হামলার নিন্দা লোকসমাজ পরিবারের

0

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক লোকসমাজের শার্শা থানা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা ও লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানিয়েছে লোকসমাজ পরিবার। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু সাক্ষরিত বিবৃতিতে বলেছেন, শুক্রবার নাভারণে ছাত্রদলের মতবিনিময় সভায় কোন কারণ ছাড়াই ছাত্রলীগ পরিচয়ধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিট শুরু করে। এ সময় পাশে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক মনি মোবাইলে ছবি ধারণের চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং মোবাইল কেড়ে নিতে দৈহিক নির্যাতন করে। পরে কেউ কেউ মনিকে সরিয়ে দেন। বিবৃতিতে তিনি বলেছেন, লোকসমাজ পরিবার মনে করে ছাত্রলীগের এই হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। অতীতেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। বারবার হামলা প্রমাণ করে শার্শা ছাত্রলীগ সাংবাদকিতার প্রতিপক্ষে হয়ে পড়ছে। স্থানীয় এমপি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের উচিত ছাত্রলীগ ফেরানো। বিৃবতিতে ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাদের কাছে বিচার দাবি করে আর যাতে সাংবাদিকদের ওপর হামলা না হয় তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।