শ্রমিকের পায়ুপথে কমপ্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকনোর অভিযোগে সহকর্মী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ কমপ্রেসার মেশিন দিয়ে আইয়ুব আলী (৬২) নামে এক শ্রমিকের পায়ুপথে জোর করে পাইপ ঢুকিয়ে দেয়ার অভিযোগে একই মিলের অপর শ্রমিক ইমন হোসাইন (২৩)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি সকালে যশোর-খুলনা সড়কের এ্যারিস্টো ফুড এক্সপোর্টার লিমিটিড (অটো রাইস মিল) নামক একটি প্রতিষ্ঠানে। এই ঘটনায় আইয়ুব আলীর স্ত্রী সাহিদা বেগম সোহাগী বুধবার রাতে কোতয়ালি থানায় একটি মামলা করেন। আইয়ুব আলী দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়ডাঙ্গাপাড়ার বাসিন্দা। বর্তমানে যশোর সদর উপজেলার রামনগর মুড়লীর মোড়ের বসবাস করেন। আর আসামি ইমন হোসাইন রামনগর এলাকার ইজারুল মোড়লের ছেলে।
সাহিদা বেগম সোহাগীর দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, গত ১৪ জানুয়ারি সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকরা কমপ্রেসার মেশিন দিয়ে শরীরে লেগে থাকা পালিশ কুড়া পরিস্কার করছিল। সে সময় ইমন সেখানে গিয়ে জোর করে কমপ্রেসার মেশিনের পাইপ আইয়ুব আলীর পায়ুপথে ঢুকিয়ে দেয়। সাথে সাথে তার পেটের মধ্যে বাতাস ঢুকে গিয়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তিনি সংবাদ শুনে ওই মিলে গিয়ে অন্য শ্রমিকদের কাছে ঘটনাটি জানতে পারেন তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি কোতয়ালি থানায় এই বিষয়ে অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই রাশেদ উল ইসলাম বলেছেন, ঘটনার পর মিলে গিয়ে শ্রমিক ইমনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।