কেশবপুরে গো-খাদ্য বিচালির মূল্য বৃদ্ধি, গরু পালন দুঃসাধ্য

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ ঘূর্ণিঝড় বুলবুলের অজুহাতে কেশবপুরে অস্বাভাবিকহারে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। উপজেলার হাট-বাজারে একপণ বিচালি বিক্রি হচ্ছে ২শ থেকে ২২০ টাকায়। যার মূল্য গত কয়েকদিন আগেও ছিলো ১২০ টাকা। গো-খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পক্ষে গরু পালন রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে। নিম্নআয়ের মানুষ নিজেদের ব্যাংক মনে করে বাড়িতে একটি করে গরু পালন করে আসছে। ঈদে কেশবপুর উপজেলায় কুরবাণির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্নস্থানে ব্যবসায়ীরা গরু নিয়ে যেতেন। বর্তমানে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। গরু পালন করতে বিচালির পাশাপাশি ভূষি ও খৈল অপরিহার্য। সে ক্ষেত্রে বিচালির বাজারদর কম থাকায় মানুষ গরু পালনে আগ্রহী হয়ে উঠেছিলেন। পাঁজিয়া গ্রামের আরিজুল, রবিউল, আবু মুসা মান্দার, নাইদুল গাজী, মিজানুর রহমান জানান, প্রতিবছর ঈদে একটি করে গরু তারা কষ্টের মধ্য দিয়ে বাজারে বিক্রি করেন। এ বছর বিচালির মূল্য যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে গরু পোষা দুষ্কর। বিচালি ব্যবসায়ীরা জানান, বাজার যখন যেমন চলে আমরা সে ভাবেই খুচরা বিক্রি করি। দূর থেকে বিচালি আনতে খরচ বেশি হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমন আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচালির সঙ্কট দেখা দিয়েছে।