পাকিস্তানের চাল উৎপাদনে চাঙ্গা ভাব ফিরেছে

0

লোকসমাজ ডেস্ক॥ বিদায়ী বছরে মন্দা ভাব কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে পাকিস্তানের চাল উৎপাদন খাত। অনুকূল আবহাওয়ার কারণে এ সময় দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় ১ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
চাল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় পাকিস্তানের অবস্থান দশম। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি ৭৫ লাখ টন চাল উৎপাদন হয়েছিল। তবে পরের বছর দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন ১ দশমিক ৩৩ শতাংশ কমে আসে। ২০১৮ সালে পাকিস্তানে সব মিলিয়ে ৭৪ লাখ টন চাল উৎপাদন হয়েছিল।
এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তানের চাল উৎপাদন খাত। ইউএসডিএ জানিয়েছে, বিদায়ী বছরে পাকিস্তানে চাল উৎপাদন ফের ৭৫ লাখ টনে উন্নীত হয়েছে। সে হিসাবে বছরান্তে দেশটিতে অতিরিক্ত এক লাখ টন চাল উৎপাদন হয়েছে। মূলত বছরজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় দেশটিতে বাড়তি চাল উৎপাদন হয়েছে।
তবে উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকলেও
২০১৯ সালজুড়ে পাকিস্তান থেকে আন্তর্জাতিক বাজারে চাল রফতানি ২ দশমিক ৪৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে ইউএসডিএ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে পাকিস্তানি রফতানিকারকরা ৪০ লাখ টন চাল রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় এক লাখ টন কম। ২০১৮ সালে দেশটি থেকে ৪১ লাখ টন চাল রফতানি হয়েছিল। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি ৪২ লাখ টন চাল রফতানির রেকর্ড হয়েছিল।