নববধূকে পিটিয়ে হত্যা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে ডনি আক্তার (১৭) নামে এক নববধূকে স্বামীর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মোল্লাহাট থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত ডনি আক্তার পাশ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়ার চর গ্রামের আসিকুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী শাহাদৎ মোল্লাহাট উপজেলার দিগঙ্গা গ্রামের ধলু শেখের ছেলে।
ডনি আক্তারের মা মর্জিনা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়ের কাছে জামাতা শাহাদৎ শেখ ব্যবসা করার জন্য টাকা চাইতো। এনিয়ে মেয়ের ওপর প্রায়ই চড়াও হতো শ্বশুর বাড়ির লোকজন। শাহাদৎ আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে পালিয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। ’ মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির জানান, ছয় মাস আগে ডনি আক্তারের সঙ্গে শাহাদৎ শেখের বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার দিগঙ্গা গ্রামের শাহাদৎ শেখের ঘর থেকে ডনি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।