ঝিকরগাছায় গরু চোরের হাতে নৈশ প্রহরী আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় গরু চোরের হামলায় নৈশ প্রহরী তফিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে তাকে ঝিকরগাছা হাসপাতাল থেকে যশোরে আনা হয়।
স্বজনরা জানিয়েছেন, তফিজুর রহমান বিএনপি নেতা মরহুম নাজমুল ইসলামের ট্রাক টার্মিনালে নৈশ প্রহরী হিসেবে চাকরি করেনর। চলতি মাসের প্রথম দিকে রাতে ওই ট্রাক টার্মিনালে থাকা নজরুল ইসলামের দুটি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। তখন তফিজুর রহমান গরু চুরির ঘটনা মালিককে জানিয়ে দেন। এ ঘটনায় গরু চোর ঝিকরগাছার মল্লিকপুরের ওহিদুল ইসলাম ও আব্দুল তফিজুর রহমানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ৮ জানুয়ারি রাতে ট্রাক টার্মিনালে ডিউটি শেষে তফিজুর রহমান বাড়ি ফেরারন পথে ওঁৎ পেতে থাকা চোরেরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালায় এবং রড দিয়ে দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হয়। এরপর ঝিকরগাছা উপজেলণা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। তফিজুর রহমানের বাড়ি কীর্তিপুর গ্রামে।