মনোজ্ঞ ফাইনালে চ্যাম্পিয়ন ১ নম্বর ওয়ার্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসবের শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ নম্বর ওয়ার্ডকে সাডেন ডেথে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১ নম্বর ওয়ার্ড। ভিন্নতর আয়োজনে চূড়ান্ত পর্বের খেলাটি মনোজ্ঞ অনুষ্ঠানে রূপ নেয়। যা মাঠ ভর্তি দর্শককে মুগ্ধ করে।

এসময় প্রখ্যাত ৫ ফুটবলারকে সম্মাননা জানানো হয়। তাঁদের মধ্যে ৫ জন পেয়েছেন মরনোত্তর সম্মাননা।

গতকাল শনিবার স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকার এবং শেষে সাডেন ডেথে নিষ্পত্তি হয়।

খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত দুই দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খেলার মধ্য বিরতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দলের খেলোয়ড়াররা গোলের জন্য বেশ মরিয়া হয়ে খেলতে থাকেন। তবে দ্বিতীয়ার্ধে পুরো সময় জুড়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত সময়ের ১০ মিনিটের খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়। এরপর খেলার জয় পরাজয় নির্ধারণী গড়ায় টাইব্রেকারে। সেখানেও খেলার ফলাফল ৪-৪ গোলে সমতা বিরাজ করে। পরে সাডেন ডেথে গোলরক্ষক মিতুল হাসানের দৃঢ়তায় ১ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মিতুল হাসান। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় সাবেক জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড় কাওসাল আলী, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাবেক ফুটবলার ও প্রশিক্ষক এমদাদুল হক সাচ্চু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফারী এস এ খান সালেহ এবং জেলা দলের সাবেক ফুটবলার আবুল কালাম আজাদকে মরোণত্তোর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

উল্লেখ্য যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে গেল ২৫ এপ্রিল যশোর সরকারির এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়।

যশোর পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে গত ২৫ এপ্রিল যশোর সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়েছিল। দীর্ঘ টুর্নামেন্টের পর গতকাল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল এই আয়োজনের।