চৌগাছা রিপোর্টার্স ক্লাবে : সভাপতি বাবলু, সম্পাদক মিন্টু

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন হয়। বাকি ১৩টি পদে সিলেকশন হয়। নির্বাচনে সভাপতি পদে বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মুকুরুল ইসলাম মিন্টু নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মুকুরুল ইসলাম মিন্টু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ২৩ জন ভোটারের মধ্যে ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য ১৩টি পদে সর্বসম্মতিক্রমে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম হাসান মাহমুদ, সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক অমেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক কবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এম আমিনুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুজন দেওয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য মো. বাবু, সেঁজুতি নূর ও শওকত আলী। নির্বাচনকে ঘিরে গোটা পৌর এলাকায় ছিল উৎসবের আমেজ। বাসস্ট্যান্ডসহ গোটা বাজার এলাকা ছিল সরগরম। এদিকে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চৌগাছার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।