ঢাকার ‘গ্যাংস্টার’-এ যুক্ত হবেন ঋত্বিকা!

0

লোকসমাজ ডেস্ক॥ শিগগিরই ঢাকায় আসবেন কলকাতার নায়িকা ঋত্বিকা সেন। শুধু তাই নয়, এ সফরে ঢাকার গ্যাংস্টার-এ যুক্তও হবেন তিনি। তবে বাস্তবে নয়, ‘গ্যাংস্টার’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এ নায়িকা। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক শান্ত খান। ছবিটি নির্মাণ করবেন দর্শকপ্রিয় নির্মাতা শাহীন সুমন।
খবরটি নিশ্চিত করে এ নির্মাতা বলেন, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ঢাকায় ‘গ্যাংস্টার’ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ঋত্বিকা শিগগিরই এ সিনেমার কাজে ঢাকায় আসবেন। সিনেমাটিতে ঢাকায় তার দশদিনের মতো কাজ রয়েছে। গানের কাজ দেশের বাইরে হবে।
এ নির্মাতা আরো জানান, ঋত্বিকা ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা পপি। বড় বাজেটের এ সিনেমায় বেশ ক’জন খলনায়কসহ নামকরা অভিনয়শিল্পীরা অভিনয় করবেন।
জানা গেছে, এ ছবিতে ঋত্বিকাকে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর শান্ত খানকে দেখা যাবে অন্ধকার জগতের গ্যাংস্টার রূপে। এ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন নির্মাতা শাহীন সুমন নিজেই।
প্রসঙ্গত, ‘১০০% লাভ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের শুরুতেই পরিচিতি পান ঋত্বিকা। এরপর রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তিন বছর আগে ‘গাদ্দার’ নামের বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও কাজ করেছেন। ছবিটি নানা কারণে মুক্তির মুখ দেখেনি।