সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ পেশাগত দায়িত্ব পালনকালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেস কাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেস কাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, অ্যাড. শাহ আলম টুকু, আলী আকবর টুটুল প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে সাংবাদিক দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, আজমল হোসেন, রবিউল ইসলাম, এইচ এম মাইনুল ইসলাম, ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক, মো. কামরুজ্জামান, আজাদুল হক, হেদায়েত হোসেন লিটনসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে খুলনা ওয়াসার ঝুঁকিপূর্ণ পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তার ক্যামেরাম্যানসহ আরও দুই সাংবাদিক আহত হন। এ ঘটনায় ওইদিন বিকেলেই পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।